কোটার যৌক্তিক সংস্কার করে আইন প্রনয়ণের এক দফা দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে এই সমাবেশ শুরু হয় এবং বিশ্ববিদ্যালযয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যোগ দিতে থাকে। এ সময় শিক্ষার্থীদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে গতকাল দিবাগত রাত ৪টার দিকে এক ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।