শ্রীমঙ্গলে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এ সময় নিহতের ভাই গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (১২ জুলাই) সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামের আজিম উদ্দিনের ছেলেরা বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় আজিম উদ্দিনের ছোট ছেলে শিক্ষানবিশ আইনজীবী ইমাদ উদ্দিন রকিব (২৫) ও হেলাল উদ্দিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত হেলাল উদ্দিনকে সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।