শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত জেলার নলডাঙ্গায় উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিণে ২৫৩ নম্বর পিলারের কাছে এমন দৃশ্য দেখা যায়।
স্থানীয়রা জানান, ছড়িয়ে ছিটিয়ে ছিল গাঁজা। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গাঁজা কুড়াতে ভিড় জমায়।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় এই ট্রেন থেকে গাঁজা ফেলা হয়েছে। সেখানে একটি গাঁজার ব্যাগও ছিল। আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল প্রচুর গাঁজা। অনেকে আসছে কুড়িয়ে নিয়ে যাচ্ছে।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন জানান, রেল স্টেশনের দক্ষিণে মাছের আড়তের কাছে প্রচুর লোক ভিড় জমিয়েছেন। পরে জানা গেল সেখানে মানুষ গাঁজা কুড়াচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করছে।