যশোরের চৌগাছা উপজেলার বিএনপির নেতা নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা প্রকাশ করেন জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। পরে সেটি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার এ কে শরফুদ্দৌলা ছোটলু, সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।