চৌগাছার ধুলিয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কপোতাক্ষ এডাস স্কুলের প্রতিষ্ঠাতা ইনচার্জ শহিদুল ইসলাম (৬০) ইন্তেকাল করেছেন, ইন্নাল্লিাহি ওয়াইন্ন ইলাহির রাজিউন। তিনি উপজেলার ধুলিয়ানী গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে মারা যান। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, অভিভাবকসহ স্থানীয়রা এক নজর দেখতে ছুটে আসেন গ্রামের বাড়িতে।মরহুমের স্বজনরা জানান, প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ শহিদুল ইসলাম অসুস্থ্য হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে যশোর ইবনেসিনা হাসপাতালে নিয়ে ভর্তি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় হার্ট ও লিভারের সমস্যা ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন চিকিৎসক। গত পরশু তিনি নিজ বাড়িতে আসেন এবং ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে পুনরায় অসুস্থ্যবোধ করলে যশোর নেয়ার পথে তিনি মারা যান। শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে প্রিয় শিক্ষক শহিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়।এ দিকে শিক্ষক শহিদুল ইসলামের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এডাস যশোরের নেতৃবৃন্দ ও ধুলিয়ানী হাইস্কুলের শিক্ষক কর্মচারীগণ।