ষ্টাফ রিপোর্টারঃ
সিলেটের বিমানবন্দর থানা এলাকায় থেকে ৫৭ হাজার ৬০০ টাকার ভারতীয় চিনি উদ্ধার করেছে মহানগর ডিবি পুলিশের একটি টিম। এসময় একটি অটোরিকশা(সিএনজি) জব্দ ও ১জনকে আটক করা হয়েছে।
শুক্রবার(১২জুলাই) রাত ৮টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বিমানবন্দর থানাধীন বড়শালা বাছাটিলা এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাসহ (সিএনজি) মো.নয়ন মিয়া (৩০) নামে একজনকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৫৭ হাজার ৬০০ টাকা।
আটককৃত মো.নয়ন মিয়া (৩০) কিশোরঞ্জের হোসেনপুর থানার চরফন্দি গ্রামের মো.সুরুজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার (মহরম আলী মাষ্টারের ভাড়া বাসায় বসবাস করেন। এঘটনায় পুলিশ বাদি হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-১৯, তাং-১৩/০৭/২০২৪ খ্রিঃ।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৬, তারিখ-১৩/০৭/২০২৪খ্রি.। আটককৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।