চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
ছবিতে বামে গ্রেফতারকৃত সোলায়মান, ডানে নাছিমা ও তার দুই সন্তান
চট্টগ্রামের কর্ণফুলীতে গৃহবধূ নাছিমা বেগম খুনের ঘটনায় তার স্বামী মোহাম্মদ সোলায়মানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।
রোববার (৭ জুলাই) সকালে পটিয়া উপজেলার শান্তিরহাটের মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঐ এলাকার বাসিন্দা।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, গৃহবধূ নাছিমা বেগম খুনের মামলায় অভিযান চালিয়ে তার স্বামী মোহাম্মদ সোলায়মানকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে, শুক্রবার (৫ জুলাই) বিকেলে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের খালেক মেম্বার বাড়ি থেকে গৃহবধূ নাছিমা বেগমের লাশ উদ্ধার করা হয়। নাছিমা ঐ ইউনিয়নের সেকান্দর মিয়ার মেয়ে।
প্রথম স্বামী আকতারের ঘরের ছেলে কামরুল হাসান ইমন (১৮) ও মেয়ে কানিজ ফাতেমা ইমুকে (১৩) নিয়ে চরলক্ষ্যা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।
পুলিশ জানায়, আগের দিন বৃহস্পতিবার (৪ জুলাই) রাত একটার দিকে নাছিমার ভাড়া বাসায় যান দ্বিতীয় স্বামী সোলায়মান। ঐ রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে সকালে নাছিমাকে বিছানায় কম্বল মোড়ানো অবস্থায় দেখতে পায় মেয়ে। মা ঘুমোচ্ছে ভেবে ডাকেনি সে। পরে অনেক সময় পেরিয়ে গেলে ছেলে বাসায় ফিরে মাকে ডাকাডাকির পর না উঠায় স্বজনদের ডাকলে তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
প্রাথমিকভাবে স্ট্রোকে মৃত্যু হয় বলে ধারণা করেন স্বজনরা। পরে দাফনের ব্যবস্থা করতে গিয়ে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ফলে সন্দেহ হলে বিষয়টি ৯৯৯-এর মাধ্যমে থানায় জানানো হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সোলায়মান পলাতক ছিলেন। স্ত্রীকে মারধর ও শ্বাসরোধে খুনের পর ভোরে পালিয়ে যান তিনি।