সিলেট জেলা প্রতিনিধি:
এসএমপি ডিবির অভিযানে আনুমানিক ১,০০,০০০ (এক লক্ষ) কেজি, ১,২০,০০০০০ (এক কোটি বিশ লক্ষ)/- টাকা মূল্যের অবৈধ ভারতীয় চিনি সহ ৬ টি ট্রাক উদ্ধার, আটক ৫:
উপ-পুলিশ কমিশনার (ডিবি) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, ১১/০৭/২০২৪ খ্রি: ভোর ০৫:০০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টহল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসএমপি শাহপরাণ (রহ.) থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ভারতীয় চিনি সহ ৬ টি ট্রাক আটক করা হয়। ৬ টি ট্রাকের মধ্যে আনুমানিক ১,০০,০০০ (এক লক্ষ) কেজি ভারতীয় চিনি, প্রতি কেজি ১২০ টাকা দরে আনুমানিক মূল্য (১০০০০০x১২০)= ১,২০,০০০০০ (এক কোটি বিশ লক্ষ)/- টাকা উদ্ধার পূর্বক ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী ১। মোঃ হাফিজুর রহমান (২৭),পিতা-মৃত রহিম প্রমানিক, মাতা-হাফেজা খাতুন, সাং-আন্দরকুটা, থানা-সুজানগর, জেলা-পাবনা, ২। মোঃ শিমুল হক (২৯),পিতা- মোঃ আত্তার আলী, মাতা-মোছা; সাহেদা বেগম, সাং-খরের বাড়ি, থানা-চারঘাট, জেলা-রাজশাহী, ৩। মোঃ আরিফুল ইসলাম (২৫), পিতা-মোঃ রমজান আলী, মাতা-মোছা; মদিনা বেগম, সাং-নারায়ন পাড়া, থানা- নাটোর সদর, জেলা-নাটোর, ৪। মোঃ রফিক হোসেন (৩২) , পিতা-বাদল প্রামানিক, মাতা-সাজেদা বেগম, সাং-নাজিরপুর কাজি পাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ৫। মোঃ হাফিজুর রহমান (২৮), পিতা-মোঃ সিরাজ সিরাই, মাতা-মোছা: শেফালী বেগম, সাং-নাজিরপুর কাজি পাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা। উক্ত বিষয়ে শাহপরাণ (রহ.) থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতা সিলেট জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোবশ্বীর আলীন নাম শহরে গুঞ্জন শুনা যাচ্ছে মোবাশ্বির আলী তার ভাই ও ছাত্রলীগ নেতাদের দিয়ে চোরাকারবারি কাজ করছে বলে জনগনের মুখে গুঞ্জন শুনা যাচ্ছে।