মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার কথা বলে ভিক্ষুকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
তার নাম নিছমারুন। তিনি কুলাউড়া উপজেলার মীরশংকর গ্রামের অছির আলীর স্ত্রী।
সম্প্রতি তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জানা যায়, কাদিপুর ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য আজাদ মিয়া কৌলা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার জন্য নিছমারুনের কাছ থেকে ৪৫ হাজার টাকা দাবি করে। কিন্তু তিনি ভিক্ষা করে জমানো টাকা থেকে ৩৫ হাজার টাকা তুলে দেন আজাদ মিয়ার হাতে। বাকি ১০ হাজার টাকা ২ মাস পর পরিশোধ করার কথা। টাকা পাওয়ার পর আজাদ মিয়া ২৩নং ঘরের চাবি তুলে দেন নিছমারুনের হাতে।
এদিকে নিছমারুন ঘরে তালা দিয়ে তার অসুস্থ ভাইকে দেখতে যান। ফিরে এসে দেখেন তার ঘরের তালা ভেঙে ছালই বেগম নামে এক নারী বসবাস করছেন।
তিনি বিষয়টি নিয়ে ইউপি সদস্য আজাদ মিয়ার সঙ্গে যোগাযোগ করলে আজাদ আরও ২০ হাজার টাকা দাবি করেন।
ভিখারী নিছমারুনের আরও অভিযোগ, ওই ঘরে তার ও তার স্বামীর ভিক্ষা করে জমানো ১১ হাজার ৩০০ টাকা একটি বাক্সে রাখা ছিলা। যারা ঘরের তালা ভেঙেছে তারা সেই বাক্সের টাকাও নিয়ে গেছে।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আজাদ মিয়ার মোবাইলে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। কাদিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম মিঠু জানান, অভিযোগের ব্যাপারে তিনি কিছুই জানেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন জানান, অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। ওই নারীকে অভিযোগ প্রমাণের জন্য বলা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে।