বগুড়ার শাজাহানপুরে নানা বাড়িতে পিকনিক খেতে এসে নদীতে ডুবে সুমাইয়া (১১) নামে এক মেয়ের মৃত্যু হয়েছে। নিহত সুমাইয়া উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের বিমানের মেয়ে।
শুক্রবার (১২ জুলাই) দুপুর ১২ টার পর নানার বাড়ির পাশেই করতোয়া নদীর পাড়ে খেলাধুলা করতে গিয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান।
স্থানীয়সূত্রে জানাযায়, সুমাইয়া নানা এসে সমবয়সী বাচ্চাদের সাথে করতোয়া নদীর পাড়ে খেলাধুলা করছিল। এমন সময় কর্দমাক্ত নদীর পাড়ে হঠাৎ পা পিছিয়ে নদীতে পড়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টি বর্ষণের কারণে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে বলে সে পানিতে ডুবে যায়। বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে অনেক খোজাখুজি করে নদী হতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই সুমাইয়ার মৃত্যু হয়।