পাকিস্তানের পেশোয়ারে বিমানবন্দরে অবতরণের সময় সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগুন লেগে যায়। বৃহস্পতিবার পেশোয়ারের বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দনে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথোরিটি (পিসিএএ) বলছে, ঘটনার পর দ্রুত তা ঠিক করা হয়। তারা বলছে, অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে যায়।
সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দরে মাঝে মাঝে উড়োজাহাজের গিয়ারে এমন আগুন লাগে। এ জন্য দেশটির কর্তৃপক্ষ সব বিমানবন্দরে এমন ব্যবস্থা রেখেছে। এ কারণে এ যাত্রায় সবাইকে অক্ষত উদ্ধার করা সম্ভব হয়েছে।
পিসিএএর বিবৃতিতে বলা হয়, সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ৭৯২ পেশোয়ারে অবতরণের পর বাম ল্যান্ডিং গিয়ারে আগুন ও ধোয়া দেখতে পায় ট্রাফিক কন্ট্রোলাররা। দ্রুত পাইলটকে এই তথ্য জানানো হয়। এরপর আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
উড়োজাহাজে ২৭৬ জন যাত্রী ও ২১ জন ক্রু ছিলেন বলে জানা যায়। ফ্লাইটটি রিয়াদ থেকে পেশোয়ারে আসছিল। পরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সৌদি এয়ারলাইনস।