আশাশুনিতে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার শাহিনুর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ২৫ জন রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ১২ লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।