যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান বলেছেন আমাদের ছেলেমেয়েরা মাদকের করাল গ্রাসে নিমজ্জীত হোক সেটা আমরা কখনই চাইনা। মাদক প্রতিরোধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।
মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইন শৃংখলা সভায় তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভায় আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি কমান্ডার আব্দুল গনিসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, প্রেসক্লাব চৌগাছার সভাপতি, বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ, সরকারি, বেসরকারি ও আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ। আইন শৃংখলা কমিটির সভা শেষে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সলুয়া ও রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিকালে তিনি চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন। ফাইনাল খেলায় অংশ নেয় চৌগাছা পৌরসভা ও ধুলিয়ানী ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ধুলিয়ানী ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৪ গোলের ব্যবধানে পৌরসভা ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।