ভোলা জেলা প্রতিনিধি রিয়াজ ফরাজী:
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৮ জুলাই ) বিকেলে বোরহানউদ্দিন উপজেলার মডেল মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ২ আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুল, পৌর বিএনপির আহবায়ক সরোয়ার আলম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন -পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মিয়া, রাসেল আহমেদ মিয়া, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইয়ারুল ইসলাম লিটন,বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আজম কাজী,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক,বিএনপির সাবেক কমিশনার মো.পিন্টু, পৌর যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার মো.লিটন, পৌর যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলার হুমায়ুন কবির পালোয়ান, পৌর যুগ্ম আহবায়ক মো. বাচ্চু স্থানীয় নেতৃবৃন্দ ও মরহুমের পরিবারের সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার মেজো ছেলে এডভোকেট মোস্তাফিজুর রহমান শাওন — তার বাবা-মা”র জন্য উপস্থিত সকল শ্রেণী ও পেশার মানুষের কাছে দোয়া চান।
এই সময় এমপি আলহাজ্ব আলী আজম মুকুল ও পৌর মেয়র রফিকুল ইসলাম মিয়া মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান। পরে মডেল মসজিদের ইমামের দোয়া ও মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠান শেষ হয়।