নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার খাকচর এলাকার কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি।
জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চিটাগাং মেইল ট্রেন নয়তো তূর্ণা ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন। নিহতদের সবাই পুরুষ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ জানান, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দেহগুলো উদ্ধার করেছে।