নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনবেত্রীকরণের জন্য প্রত্যাশা প্রেকল্পের আওতায় ব্র্যাকের প্রবাসবন্ধু ফোরাম ঝিকরগাছা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় ঝিকরগাছা হাজিরালী ব্র্যাক অফিসে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসবন্ধু ফোরাম ঝিকরগাছা শাখার সভাপতি জিহাদ হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সেক্টর স্পেশালিষ্ট মেসকাতুল আরিফিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার সাথী খাতুন, প্রবাসবন্ধু ফোরাম ঝিকরগাছা শাখার সাধারণ সম্পাদক ও লাউজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম, সাংবাদিক ইয়ার হোসেন সোহান, ইউপি সদস্য মনিরা পারভীন, কাকলী বেগম, রেহেনা খাতুন, জাহাঙ্গীর আলমসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রবাসবন্ধু ফোরাম ঝিকরগাছা শাখার সাধারণ সম্পাদক ও লাউজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম বলেন, ব্র্যাক খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসা মানুষদের পাশে দাঁড়াচ্ছে।