1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

চৌগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনালে পৌরসভা ও হাকিমপুর ইউপি

মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল তিন টায় ঐতিহ্যবাহি সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেমি ফাইনালে মোট চারটি দল অংশ গ্রহন করেন। দল গুলো হচ্ছে ধুলিয়ানী, নারায়নপুর, হাকিমপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও চৌগাছা পৌরসভা ফুটবল একাদশ।
বিকেল তিনটায় দিনের প্রথম খেলায় অংশ নেয় ধুলীয়ানী ও নারায়নপুর ফুটবল একাদশ। এ খেলায় ধুলীয়ানী ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে নারায়নপুর ফুটবল দলকে হারিয়ে ফাইনাাল খেলার যোগ্যতা অর্জন করেন। খেলার প্রথমার্ধের ২০ ও ২৭ মিনিটে গোল দু’টি করেন বিজয়ীদলের খেলোয়াড় হাসান আলী।
অপর খেলায় অংশ নেয় চৌগাছা পৌরসভা ও হাকিমপুর ইউনিয়ন ফুটবল একাদশ। খেলার শুরুতে গোল পেতে মরিয়া হয়ে ওঠে পৌরসভা ফুটবল একাদশ। অবশ্য গোলের জন্য তাদের বেশি দেরি করতে হয়নি। খেলার ২ মিনিটে পৌরসভা ফুটবল একাদশেরর দিগন্ত কুমার দূর্দন্ত এক গোল করে ১-০ লিড নেয়। এরপর ১৭ মিনিটে সুব্রত কুমার সরদার আরও একটি গোল করে দলকে ২-০ তে এগিয়ে নেয়। বিরতীর আগে আরও তিনটি গোল হয় কিন্তু অফসাইড হওয়ায় রেফারী ওই তিনটি গোল বাতিল করেন। বিরতীর পর উভয় দল গোল পেতে যেন মরিয়া কিন্তু কোন দল আর গোলের দেখা না পাওয়ায় ২-০ জয় নিয়ে মাঠ ছাড়েন চৌগাছা পৌরসভা ফুটবল একাদশ সাথে সাথে তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। আগামী ৯ জুলাই মঙ্গলবার একই মাঠে বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে কাংখিত ফাইনাল খেলা। যেখানে অংশ নিবে চৌগাছা পৌরসভা ও ধুলীয়ানী ইউনিয়ন ফুটবল একাদশ।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন জাফর ইকবাল লিটন ও মমিনুর রহমান মমিন। সহকারী রেফারী ছিলেন মোফাজ্জেল হোসেন মোফা ও জিয়াউর রহমান।
এ দিন মঞ্চে পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহিন, কাউন্সিলর উজ্জল, চেয়ারম্যান মমিনুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব মনি মৃধা, আব্দুল আওয়াল, ফিরোজ কবির, শিক্ষক রবিউল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।