
নারায়ণগঞ্জ প্রতিনিধি ( হাবিবুল্লাহ মীর)
নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রথম শ্রেণির মানে উন্নীত তারাবো পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ১৭৩ কোটি ১৫ লাখ ২ হাজার ১শত ৫ টাকার বাজেট ঘোষণা করেছেন তারাবো পৌর মেয়র মিসেস হাসিনা গাজী।
আজ ৭ জুলাই রবিবার দুপুরে তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নারায়ণগঞ্জ ১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ তারাবো পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় তারাবো পৌর মেয়র বাজেট ঘোষণাকালে আরও বলেন, তারাবো পৌরসভা এক সময় অবহেলিত শিল্পাঞ্চল ছিলো। এখন ব্যাপক উন্নয়ন হয়েছে। আধুনিক ও স্মার্ট হয়েছে। এবার বাজেটে রাস্তা নির্মাণে ২৮ কোটি,মেরামতে ২ কোটি,ব্রিজ কালভার্ট নির্মাণে ৫০ লাখ, মেরামতে ৫০ লাখসহ বিভিন্ন উন্নয়ন কর্মে বাজেট রাখা হয়েছে। জলাবদ্ধতা দূর করনে দেয়া হয়েছে বরাদ্দ। জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থায় সাময়িক সমস্যা দূর করতে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।
পরে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক বলেন, এ পৌরসভায় প্রধান সমস্যা ছিলো জলাবদ্ধতা। যার জন্য দায়ী অসচেতন বাসিন্দারা। ড্রেনে ময়লা ফেলা বন্ধ করলে জলাবদ্ধতা থাকবে না। মশা মাছির উপদ্রব থেকে বাঁচতে পরিচ্ছন্ন নাগরিকের প্রয়োজন। তবে এ পৌরসভা সারাদেশে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এ উন্নয়ন অব্যাহত থাকবে।