যশোরের চৌগাছায় ২০২৪-২০২৫ মৌসুমে তুলার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামুল্যে বীজ, সার, কীটনাশক সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
তুলা উন্নয়ন বোর্ডের সহযোগীতায় শনিবার দুপুরে উপজেলার হাকিমপুর ইউনিয়ন পরিষদ চত্তরে এ সব উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর জেলা প্রশিক্ষন কর্মকর্তা আবু তালহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মোঃ ফকরে আলম ইবনে তাবিব। অন্যানের মধ্যে আলোচনা করেন সিডিবি যশোর অঞ্চলের উপ-পরিচালক ড. কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, কবির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের ডায়নামিক প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এসএম জাকির বিন আলম।
এ সময় স্থানীয় শতাধিক কৃষক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রনোদনার আওতার একজন কৃষক ৮শ গ্রাম তুলা বীজ, ২৬ কেজি ইউরিয়া, ৫০ কেজি ডিএপি ও পটাশ সারসহ কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ পেয়েছেন।
কৃষক জামিরুল ইসলাম আব্দুর রহিম, নিয়ামত আলী বলেন, কৃষি উপকরণ পেয়ে আমর বেজায় খুশি। তুলা উন্নয়ন বোর্ডের একটি সময় উপযোগী সিদ্ধান্ত। এই সব উপকরণ আগামীতে এই অঞ্চলে তুলা চাষে যথেষ্ঠ ভূমিকা রাখবে।