২ লাখ ৬৪ হাজার টাকা বাজার মূল্যের মাদক ফেনসিডিলসহ আটক ২ মাদক ব্যবসায়ী।
শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টায় র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে মেহেরপুরের সদর উপজেলার চক শ্যামনগর থেকে তাদের আটক করে।
আটকরা হলেন- মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম (৫৪) এবং মুজিবনগর উপজেলার মোনাখালী মধ্যপাড়ার মৃত মফিজুল ইসলামের ছেলে মো. লিজন (২০)।
মেহেরপুর র্যাব-১২ সিপিসি-৩ ক্যাম্পের কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানটি চালানো হয়। এ সময় ১৩২ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।