
বরগুনার আমতলী চৌরাস্তা এলাকা হতে মিলন মোল্লা ও গোলাম রাব্বিকে গ্রেফতার করেছে বরগুনা ডিবি পুলিশ।
শুক্রবার (৫ জুলাই ) সকাল ৭ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইমাম হোসেন ফোর্স নিয়ে আমতলী পৌরসভায় অভিযান পরিচালনা করেন। এ সময়ে বরিশালের রুপাতলী গ্রামের মৃত্যু সিকান্দার মোল্লার ছেলে মোহাম্মদ মিলন মোল্লা (৪০) ও ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে গোলাম রাব্বি (২৫) কে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
বরগুনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বশির আলম বলেন, সংবাদ পেয়ে ২ কেজি গাঁজাসহ আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।