দীর্ঘ বিরতি ভেঙে আবারও সিনেমায় অভিনয় শুরু করেছেন জনপ্রিয় এ সেলিব্রেটি।
ছুটির দিন শুক্রবার (৫ জুলাই) থেকেই শুটিংয়ে অংশ নিয়েছেন শাওন। তার অভিনীত সিনেমার নাম ‘নীল জোছনা’। ফখরুল আরেফীন পরিচালিত এ সিনেমায় শাওনের সঙ্গে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। সঙ্গে আরও আছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনারের মতো তারকারা। এ সিনেমার কাহিনি সম্পর্কে এখনই কিছু বলতে চাইছেন না সিনেমা সংশ্লিষ্টরা।
আবারও সিনেমায় অভিনয় নিয়ে শাওন বলেন, সিনেমার গল্প ও চিত্রনাট্য পছন্দ হয়েছে। পরিচালক, টিম, সার্বিক আয়োজন দেখে মনে হয়েছে কাজটি করা যায়। তাই সিনেমাতে কাজ করছি। শাওন আরও বলেন, অনেক দিন ধরেই ভাবছিলাম আবারও পর্দায় ফিরব। তবে ভাবতে ভাবতেই দুই বছর কেটে গেল। মাত্র দুমাস আগে ‘নীল জোছনা’র সঙ্গে যুক্ত হয়েছি। আজ অভিনয় শুরু করলাম। দীর্ঘ ১৬ বছর পর অভিনয় করছি। ভালো লাগছে।
সিনেমায় আবারও শাওনকে নিয়মিত পাওয়া যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আসলে পরিকল্পনা করে কিছু করা হয় না। নিয়মিত হওয়ার ইচ্ছা আছে। তবে পছন্দসই কাজ পেলেই শুধু অভিনয় করব।
১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন শাওন। এরপর একক-ধারাবাহিক নাটক ও সিনেমায় কাজ করতে দেখা যায় তাকে। মডেলিং ও গানের জগতেও দর্শক জনপ্রিয়তা পান তিনি। সর্বশেষ ২০০৮ সালে মুক্তি পাওয়া হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেন শাওন।