নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিফাজ উদ্দিনের বিরুদ্ধে তার বিদ্যালয়ে পড়ুয়া ৮ম শ্রেণির ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১ জুলাই সর্বশেষ ধর্ষণের স্বীকার হয়েছে সেই ছাত্র, দাবি পরিবারের লোকজনের। অভিযুক্ত শিক্ষক রিফাজ উদ্দিন ভুরকাপাড়া গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে। এ দিকে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এলাকাবাসী।
এ বিষয়ে ভুরকাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র (ছদ্মনাম) মোবারক হোসেন বলেন, আমার পিতা নাই আমি এতিম অসহায় সেই সুযোগে আমার স্যার আমাকে দিয়ে তার বাড়ির সকল কাজ করিয়ে নেই। কিছু দিন আগে রাতে মাঠে ঘাস পাহারা দেওয়ার কথা বলে আমাকে মাঠে নিয়ে যায় এবং আমাকে ধর্ষণ করে। আমি সম্মানের ভয়ে কাউ কে না জানিয়ে চুপ থাকি। সর্বশেষ গত ১ জুলাই আমার বাড়িতে এসে কৌশলে আমার মাকে বাহিরে পাঠিয়ে আমাকে ধর্ষণ করলে আমি আমার মা সহ আত্মীয় স্বজনদের জানায়। এ ঘটনার আমি সঠিক বিচার চাই।
এ বিষয়ে মেম্বার জাহাঙ্গীর আলম বলেন, আমার কাছে ভুরকাপাড়া গ্রামের ৮ম শ্রেণির ছাত্রের মা অভিযোগ দেন তেশরা জুলাই। বলেন আমার ছেলেকে তার শিক্ষক রিফাজ উদ্দিন ধর্ষণ করেছে। আমি বিষয়টি শুনে তদন্তে করে সত্যতা পাই এবং তাদের থানায় যেতে বলি । আমি এই ঘটনার তদন্ত করে বিচার দাবি করছি। এমন বিচার করা হোক যে বিচার দেখে সকলে শিক্ষা পাক।
সহকারী শিক্ষক রিফাজ উদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ ষড়যন্ত্র বলে জানান।
এদিকে ভুরকাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, সহকারী শিক্ষক রিফাজ উদ্দিনের বিরুদ্ধে উঠা অভিযোগ প্রমানিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নিবেন বলে জানান।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, এ বিষয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।