লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মোটরসাইকেল চুরির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুুধবার (৩ রা জুলাই) বিকেলে এক প্রেস বিফিংয়ের আয়োজন করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানা পুলিশ।
জানা যায়, গত বছরের ডিসেম্বরে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। উক্ত চুরির মামলার তদন্তকালে চক্রটির সন্ধান পায় পুলিশ। চোর চক্রের মূল হোতা মোঃ সোহেল (৩০) সহ আরো চারজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত বাকি আসামীরা হলেন, মোঃ আনোয়ার হোসেন (৩৫), আনোয়ার হোসেন শামীম (২২), মোঃ জুয়েল (২৪) ও মোঃ শামসুল হক (৩৫)।
পুলিশ জানায়, চলতি মাসের ২রা জুলাই রায়পুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথম তিন আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আরও দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে পালসার ব্রান্ডের একটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিন ফারুক মজুমদার বলেন, আমরা ২০২৩ সালের ডিসেম্বরের একটি মামলার তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পাই। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চোর চক্রের আরও সদস্যদের নাম উঠে আসছে বলে জানিয়েছে। এখন গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।