মানিকগঞ্জে টাকা ধারের বিরোধের জেরে বন্ধুকে শ্বাসরোধ ও পরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় ইমরান হোসেন বিশুকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইমরান বিশু মানিকগঞ্জ সিংগাইর উপজেলার চর গোলড়া গ্রামের মো. জামাল মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে থেকে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী গ্রামের মো. আলীমের (আলী) ছেলে উত্তম আকাশ (আলিফ) ও ইমরান হোসেন বিশু দুইজন বন্ধু ছিলেন। বন্ধুত্বের সূত্রে আলিফের কাছ থেকে কিছু টাকা ধার নেন তার বন্ধু ইমরান। ধারের এই টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
গত ২০২০ সালে ১৭ ফেব্রুয়ারিতে টাকা পরিশোধ করবে বলে ইমরান ফোন করে ডেকে নিয়ে আসেন আলিফকে। রাতে দুই বন্ধু এক সঙ্গে খাবারও খায়। পরে রাত ১২টার দিকে দুজনে বাড়ির পাশে নদীর পাড়ে কাঠবাগানে যায়। একপর্যায়ে দুই বন্ধুর মধ্যে বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে আলিফ রাগ করে বাড়ির দিকে রওনা দিতে চাইলে ইমরান তার কোমর থাকা প্যান্টের বেল খুলে আলিফের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে আলামত বিনষ্ট করতে আলিফের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন এবং আলিফের ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ইমরান।
পরের দিন ১৮ ফেব্রুয়ারিতে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত লাশ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে সিংগাইর থানায় একটি অপমৃত্যু মামলা হয়।
এ মামলার তদন্তভার পান এসআই মো. আনোয়ার হোসেন। পরে নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে আসামিকে গ্রেফতার করে পুলিশ। ২০২১ সালের ২১ জানুয়ারিতে আদালতে মামলার চার্জশিট প্রদান করা হয়। এ মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।
বাদীপক্ষের আইনজীবী পিপি মথুর নাথ সরকার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী মো. আশরাফ উদ্দিন আহম্মেদ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।