ভোলা জেলা প্রতিনিধি রিয়াজ ফরাজী:
সবাইকে শোক সাগরে ভাসিয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোঃ সাঈদুর রহমান মিলন মিয়া।
আজ বৃহস্পতিবার (৪ ঠা জুলাই) নিজ বাড়ির দরজায় ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শায়িত হন তিনি । এর আগে আজ আছর বাদ বোরহানউদ্দিন উপজেলার জাতীয় ঈদগাহ মাঠে তার ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য -দীর্ঘদিন ধরে তিনি কিডনি জনিত সমস্যায় ভুগছেন। আজ সকালে চিকিৎসার জন্য বরিশালের উদ্দেশ্য রওয়ানা দিলে পথিমধ্যে সকাল ৯ টার দিকে তিনি মৃত্যুবরন করেন। ব্যক্তিগত জীবনে ২ ছেলে ১ মেয়ে, বড় ছেলের নাম মো. সাগর, দ্বিতীয় ছেলে এডভোকেট মোস্তাফিজুর রহমান শাওন,রেখে গেছেন। বছর খানেক আগে তার স্ত্রী ও মৃত্যু বরন করেন।