প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৯:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৪, ৪:৩৭ পি.এম
রূপগঞ্জে সরকারী কলেজে চুরি, ল্যাপটপ, নগদ টাকা
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: হাবিবুল্লাহ মীর

রূপগঞ্জে সরকারী কলেজে চুরি, ল্যাপটপ, নগদ টাকা
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: হাবিবুল্লাহ মীর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া সরকারী কলেজে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ভোর আনুমানিক চারটার সময় কলেজের অফিস কক্ষের তালা ভেঙ্গে আলমারী থেকে নগদ টাকা ও ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। গতকাল রাতে উপজেলার মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, গত রাত ৩ টারদিকে একটি কালো রংয়ের একটি প্রাইভেটকার যোগে ৭/৮ জনের একটি চোরের দল কলেজের অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারীর তালা ভেঙ্গে নগদ ২ লাখ ২৬ হাজার টাকা, একটি ল্যাপটপসহ বিভিন্ন কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
চুরি হওয়া মালামাল উদ্ধার ও এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি আরো জানান।
উল্লেখ্য গত, সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুই সহকারী অফিসারকে অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত নগদ ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.