৩-৪ দিনের ব্যবধানে প্রায় সব সবজার দামই দ্বিগুন। বরবটি, করলাসহ বেশিরভাগই সবজিই বিক্রি হচ্ছে একশ টাকার উপরে। সরবরাহ কমে যাওয়ার অজুহাত বিক্রেতাদের।
এদিকে, আগামী ৫ জুলাই পর্যন্ত টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
কয়েকদিনের বৃষ্টিতে অস্থির সবজির বাজার। বৃষ্টি শুরুর আগে যে বেগুন ছিলো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি। সেটির দাম এখন তিনগুনের চেয়েও বেশি। অন্যান্য সবজির দামও দ্বিগুন। একশ টাকার কমে মিলছে না বেশিরভাগ সবজি।
সব নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যে সবজির দাম বাড়ায় হতাশ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, সরবরাহে ঘাটতিই এর কারণ।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান বৃষ্টিপাত থাকতে পারে আরো তিন-চারদিন।