চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে ফ্লাইওভারের পাঁচলাইশ থানার শুলকবহর অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাশেদ (৩২) বন্দর থানার বড়পুল এলাকার মোহাম্মদ হাসানের ছেলে।
পাঁচলাইশ থানার এসআই নুরুল আমিন বলেন, ফ্লাইওভার থেকে নামার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন রাশেদ। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি মর্গে পাঠানো হয়েছে।