রূপগঞ্জে জঙ্গী আস্তানা সন্দেহে ৪ তলা বাড়ী ঘেরাও নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুল্লাহ মীর : নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা আড়িয়াবো এলাকায় জঙ্গিবাদের আস্তানার সন্দেহে খবর পেয়ে সৌদি প্রবাসী জাকির হোসেনের ৪ তলা বাড়ি ঘেরাও করে রেখেছে এন্টিটেররিজম ইউনিট সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এন্টিটেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার ( অপারেশন) সানোয়ার হোসেন জানান,
গত ৫ জুন নরসিংদী থেকে ১ জন জঙ্গীবাদ কে আটক করা হয়। গত ১ জুন কক্সবাজার থেকে ১ নারীকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে রূপগঞ্জে বরপা আড়িয়াবো এলাকায় সৌদী প্রবাসী জাকিরের ৪ তলা বাড়ীতে একাধিক সন্ত্রাসী,জঙ্গীবাদ থাকার কথা রয়েছে বলে তারা ধারনা করেছেন। তারি ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে ৫টা পরর্যন্ত বাড়ী ঘেরাও করে রেখেছেন আইন শৃংখলা বাহিণীর সদস্য। ৭ঘন্টা ভিতরে তল্লাশী চলিয়ে ৩টি বোমা উদ্ধার করে। একটি বোমা রুম এর ভিতরে নিস্ক্রিয় করে,এবং আরো ২টি বোমা বাইরে খোলা মাঠে নিস্ক্রিয় করে। এখন পর্যন্দ কাউকে আটক করা যায়নি।