নওগাঁর মহাদেবপুর উপজেলার বালুকাপাড়া মন্ডবতলীতে সোমবার দুপুরে অটো চার্জারের ধাক্কায় মোঃ আনোয়ার হোসেন (৫৭) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ার হোসেন মহাদেবপুর উপজেলা সদরের দুলাল পাড়ার বাসিন্দা ছিলেন এবং সারতা রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আনোয়ার হোসেন তার বাড়ির অদূরে বালুকাপাড়া মন্ডবতলীতে রাস্তা পার হওয়ার সময় একটি অটো চার্জার তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কিন্তু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা সুপার আহত হয়ে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রাস্তার ধারে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া একটি অটো চার্জারের তারের সাথে আনোয়ার হোসেনের শরীর স্পর্শ পেয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেনের মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। সারতা রহমানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরাও তাদের শিক্ষকের মৃত্যুতে শোকাহত।
এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া অটো চার্জারটির মালিককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।