ইম্পোট ডার্মা কসমেটিক আইডিসি ওয়েল ফেয়ার এসোসিয়েশন সিলেট এর ২০২৪-২০২৬ দুই বছর মেয়াদ নতুন কমিটি গঠন সভাপতি সৈয়দ রাহেল আহমদ সাধারন সম্পাদক মোঃ হারুনুর রশিদ হারুন
সিলেট সংবাদাতা ঃ
ইম্পোট ডার্মা কসমেটিকস আইডিসি ওয়েল ফেয়ার এসোসিয়েশন সিলেট এর ব্যাবসা পলিসি করনীয় আয়োজন করা হয় হোটেল ফারমিস গার্ডেনে ০২/০৭/২৪ ইং মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময়।উক্ত সভা সাবেক সভাপতি আব্দুল মনাফের নেতৃত্বে আহবায়ক সবুজ রানা। সভা পরিচালনার দ্বায়িত্ব দেওয়া হয় সদস্য সচিব সৈয়দ রাহেল আহমদ কে। রাহেল আহমদ এর সঞ্চালনায় সভা চলাকালীন সময় সদস্য গন বক্তব্য দেয়। সৎ ও নিষ্ঠার সাথে ব্যাবসা করে যেতে হবে কোন অন্যায় কাজ করবো না বলে সদস্য গন বক্তব্য দেয়। সেই সাথে নতুন কমিটির করার আলোচনা হয়। এক পর্যায় শেখ কায়ূম আলী বলেন, আজকেই আমরা সবার সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষনা করবো। এতে সদস্য গন সম্মতিপোষন করেন। সদস্যদের অনুমতিতে আব্দুল মনাফ নতুন কমিটির নাম ঘোষনা করলে। সদস্য গন করোতালি দিয়ে সাদোরে গ্রহন করেন। নতুন কমিটির সভাপতি সৈয়দ রাহেল আহমদ, সহসভাপতি রাকিব হাসান, সাধারন সম্পাদক মোঃ হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক সবুজ রানা, সাংগঠনিক সম্পাদক তপন তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক রাফি আহমদ, কোষাধ্যক্ষ হাসানুল করিম শাহিন, সহকোষাধ্যক্ষ তানিম আহমদ, দপ্তর সম্পাদক শাকিল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাব্বির আহমদ, আপায়্যন সম্পাদক আরিফুল ইসলাম সহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন শশাংক শেখর হালদার, গাজি,মিন্টু মিয়া,আরিফ গাজি,দিজেগন্দ্র,দিপ লাল,তাসকিন,পি কে হাসান,আব্দুর রাজ্জাক,হাসিবুল ইসলাম, রায়হান, সুলতান, হাসান মাসুদ,শহিদুল সজিব,আলমগীর, জুয়েল, রিপন কুমার বিশ্বাস, মোঃ আমিরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ইত্যাদি।