আঘাত লেগেছে পায়ে, অপারেশন করা হলো গোপনাঙ্গে!
বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ব্যথা পায় ৯ বছর বয়সী এক ছেলে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা পায়ের বদলে রোগীর গোপনাঙ্গে অপারেশন করেছেন বলে অভিযোগ তুলেছেন রোগীর পরিবার।
ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের থানে এলাকার এক হাসপাতালে। জানা গেছে, রোগী পায়ে আঘাত পেয়েছিল। সেখানে অপারেশন করার কথা ছিল চিকিৎসকদের। কিন্তু রোগীর স্বজনেরা অভিযোগ করেছেন, পায়ের বদলে রোগীর গোপনাঙ্গে অপারেশন করেছেন চিকিৎসকেরা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গত মাসে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ব্যথা পায় ৯ বছর বয়সী এক ছেলে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তাতে চিকিৎসকেরা ভুল করেছেন বলে অভিযোগ পরিবারের।
এ ঘটনার পর পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে প্রতিক্রিয়া জানায়।
এই অপারেশনে নেতৃত্ব দেওয়া চিকিৎসক বলেন, আসলে ওই বালকের শরীরের দুই জায়গায় সমস্যা দেখা যায়। এ কারণে দুটি অপারেশন করতে হয়েছে। এ নিয়ে পরিবারকে হয়তো জানানো হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তারা যে অপারেশন করেছে সেটি সঠিকই ছিল। কিন্তু এসব ব্যাখ্যা মানতে নারাজ বালকের পরিবার।