কালিগঞ্জে ৭৫ বছর বয়সী মাকে ঘর থেকে গলাধাক্কা দিয়ে বের করে দেয়ার অভিযোগ উঠেছে বড় পুত্রের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘটেছে।
অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা গেছে, আনোয়ারা খাতুন (৭৫) নিজ নামীয় সম্পত্তির উপরের সেজো ছেলের করে দেয়া বাড়িতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। কিন্তু বড় ছেলে আজিজুল হক (৫৫) সুকৌশলে ওই বাড়ি থেকে বৃদ্ধা মাকে বের করার অপচেষ্টায় লিপ্ত। তার জের ধরে গত ২৯ জুন বেলা সাড়ে ১১ টায় গুন্ডা বাহিনী নিয়ে মায়ের ঘরের তালা ভেঙ্গে মায়ের ব্যবহৃত খাট, আলমারী, টেবিল, চেয়ার, আলনা, লেপ, তোশকসহ যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে উঠানে ফেলে দেয়। এ সময় বৃদ্ধা মায়ের আহাজারি উপেক্ষা করে পাষন্ড ছেলে তাকে গলা ধাক্কা দিতে দিতে ঘরের বাইরে ফেলে দেয়। এঘটনায় মা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে প্রতিকার চেয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে ছেলে আজিজুল হক বলেন ওই বাড়ির জমিটি আমার, এ কারণে আদালতের আদেশে বাড়ি থেকে চলে যেতে বলেছি।