কর্মজীবনে সততা ও ন্যায় নিষ্ঠার ধারাবাহিক অনুশীলনের কারণে ২০২২- ২৩ বছরের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগে ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার হাতে পদক তুলে দেন। কর্মজীবনে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে বাহিনীর পক্ষ থেকে তাকে এই সম্মানে ভূষিত করা হয়।
পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। মশিউর ছাড়াও এবার পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের ১৮৩ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবার শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান এর আগে নিরলস, মেধাদীপ্ত, আন্তরিক ও অসামান্য কর্মদক্ষতার জন্য ২০১৩ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সাহসিকতা পদক পান। কর্মক্ষেত্রে অনন্য সাধারণ কর্ম দক্ষতা ও পেশাদারিত্বের কারণে এই কর্মকর্তা ৪ বার আইজিপি’ এক্সাম্প্লারী গুড সার্ভিসেস ব্যাচ (আইজিপি’স ব্যাজ) পান।
গোয়েন্দা কর্মকর্তা মশিউর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিন্যলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বিষয়েও মাষ্টার্স সম্পন্ন করেছেন।