নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুল্লাহ মীর:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইটভাটার পরিত্যক্ত কক্ষ থেকে নিখোঁজ স্কুল ছাত্র তামিম ইকবালের(০৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে গোলাকান্দাইল এলাকায় এসআরবি ইটভাটার দোতলা ভবনের উপর তলার পরিত্যক্ত একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তামিম ইকবাল ময়মনসিংহের হালুঘাট থানাধীন রামনগর এলাকার রিক্সা চালক তায়েব আলীর ছেলে। সে তার বাবা মায়ের সাথে রূপগঞ্জের সাওঘাট এলাকার আলেক ভূইয়ার ভাড়াবাড়ীতে থাকতো। সে স্থানীয় একটি স্কুলে ২য় শ্রেণীতে লেখাপড়া করতো।
নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, শনিবার দুপুরে খাবার খেয়ে খেলার কথা বলে বাড়ী থেকে বের হয় শিশু তামিম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এদিকে রবিবার সকালে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে গোলাকান্দাইল এলাকা মোড়ে আজিজ মিয়ার মালিকানাধীন এসআরবি নামক এক ইটভাটার দোতলা ভবনের উপর তলায় একটি পরিত্যক্ত কক্ষে এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিথর দেহটি উদ্ধার করে। এসময় নিখোঁজ শিশুর পরিবারের লোকজন এসে সনাক্ত করেন উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ শিশু তামিম ইকবালের।
ওসি দিপক চন্দ্র সাহা আরো জানান, রাতের যেকোন সময় শিশুকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা এখানে ফেলে রেখে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আসলাম নামে এক কিশোরকে আটক করা হয়েছে।