হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩০ জুন) বিকেলে ডিসিপি হাইস্কুল মাঠে স্থানীয় ক্লাবের খেলায় অংশগ্রহণ করতে এসে ব্যারিস্টার সুমন এ কথা জানান।
সুমন বলেন, দুই তিন একটি গ্রুপ ঘুরতেছে আমাকে মেরে ফেলার জন্য। যেভাবেই হোক আমি খবর পেয়েছি। এমন খবর জানার পরও আমি মাঠে আসছি। আমি চাই চুনারুঘাটে মরলেই সবচেয়ে বেশি খুশি হবো। যাতে করে আমি মরলে আমার মাটিটা চুনারুঘাটের মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কাজ বন্ধ করব না।
ভক্তদের সেলফি তুলতে নিষেধ করে তিনি বলেন, বিষয়টি জানার পর আমি আপাতত অতিরিক্ত সিকিউরিটি রেখেছি। আপাতত আমার কাছাকাছি কাউকে এলাও করছি না। কে কোন মন নিয়ে আসে সেটা বোঝা যায় না।
এ বিষয়ে রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, আমরা বিষয়টি অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।