1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হাসিনা আমার পিতাকে হত্যা করেছে, আমার পিতা নির্দোষ ছিলেন বৌভাতের দিন অতিথি বাড়িতে রেখে বাজারে গিয়ে আর ফেরা হলো না বরের। খুলনায় শিক্ষার্থীদের মশাল মিছিল: ঢাকায় জিন্নাহের মৃত্যুবার্ষিকী পালনে তীব্র প্রতিবাদ জামালপুরের ইসলামপুরে বসতবাড়িতে ভয়াবহ আগুন ঢাবির প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর। খুলনায় বাড়িতে একা থাকা বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকার ৩ দিন পর আবারও উৎপাদনে ফিরেছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে: আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না।’ পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পদপ্রত্যাশীদের বড় শোডাউন

নিজস্ব প্রতিবেদন
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৭ বার দেখা হয়েছে

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনের সমাবেশে বড় শোডাউন করেছে ঢাকা মহানগর বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় কমিটিতে পদপ্রত্যাশী নেতারা।

শনিবার দুপুরের পর থেকে এই মিছিলগুলো আসতে থাকে। ঢাকা মহানগর উত্তর বিএনপির পদপ্রত্যাশী বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও সহ সভাপতি এসএম জাহাঙ্গীরের মিছিল ছিল বেশ লক্ষ্যণীয়।

ঢাকা মহানগর দক্ষিণের পদপ্রত্যাশী সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবও বড় শোডাউন করেছেন। শোডাউন করেছেন দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।

এছাড়া মহানগর উত্তর ও দক্ষিণের গত কমিটিতে যাদের স্থান হয়নি, তারাও বড় মিছিল নিয়ে শোডাউন করেছেন। ছাত্রদলের পদবঞ্চিত নেতারাও শোডাউন করেছেন।

কেন্দ্রীয় যুবদলের শীর্ষ পদপ্রত্যাশী নেতাদের মধ্যে সাবেক সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না,  যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অন্যান্য নেতারা বিপুল নেতাকর্মীসহ মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।

ঈদের আগে ১৩ জুন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং যুবদল কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়। এসব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা আজ  শোডাউন করেছে।

ছাত্রদলের পদবঞ্চিতদের শোডাউন
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত সমাবেশে দীর্ঘদিনের জেলখাটা, ত্যাগী, নির্যাতিত সদ্য ঘোষিত কমিটির পদবঞ্চিত ছাত্রদলের শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।

দুপুর থেকে আলাদা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলসহকারে শোডাউনে উপস্থিত ছিলেন পদবঞ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, বাংলা কলেজ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

ছাত্রদলের পদবঞ্চিতদের মধ্য উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদির শাহ পাটোয়ারী, জিহাদুল ইসলাম রঞ্জু, এস এম মাহমুদুল হাসান রনি, জহির হাসান মোহন, আতাউর রহমান খান, মারজুক আহমেদ, আসিফ হোসেন রচি, এম এম মারুফউল ইসলাম, মো. মামুন খান, মো. জহিরুল ইসলাম, মৃধা মো. মাসুদ রানা, মো. রাকিবুল ইসলাম রোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ নং সহ সভাপতি মো. মশিউর রহমান, সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন খান, হাসান আবিদুর রেজা বায়েজিদ, আব্দুল্লাহ আল রিয়াদ, আনোয়ার হোসেন আনু (যুগ্ম আহ্বায়ক এস এম হল)।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মিনহাজুল আবেদীন নান্নু, শরিফুল ইসলাম শরীফ, মুজাহিদুল ইসলাম, ফেরদৌস হোসেন ফায়সাল, মোহাম্মদ আরিফুর রহমান আমিন, রুহুল আমিন হিমেল, মুজাহিদুল ইসলাম, নাইম মাহমুদ, রুবেল হোসেন, লিটন হোসেন, রুহুল আমিন, রুহুল আমিন সিকদার (হিমেল)।

ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইমরান নওশাদ, ইসতিয়াক কামাল, সজীব হাওলাদার, রনি হাওলাদার, মো. মানিক ভূইয়া, আরিফুল ইসলাম আরিফ, ইশতিয়াক কামাল সজীব, জিএম রাকিব হাসান রকি, নজরুল ইসলাম রাঢ়ি, কাজী সাইমন সিরাজী, মনিরুল ইসলাম। কেন্দ্রীয় সংসদের সাবেক স্কুলবিষয়ক সম্পাদক ছফী ওবায়েদুর রহমান সামিত, সহঅর্থ বিষয়ক সম্পাদক রিয়াদ আহমেদ রাজ, সহপাঠাগার আনিচুর রহমান আনিচ, সহধর্ম বিষয়ক মৃণাল চন্দ্র সুজন, সহবৃত্তি বিষয়ক রিয়াজ হাওলাদার, সহসমাজসেবা মো. রনি হাওলাদার, রিয়াজ হাওলাদার, সাকিব সরদার সহকৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক। সদস্য কাজী আজাহার হোসেন, মো. রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন পিয়াস (সহ-সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গগীর নগর বিশ্ববিদ্যালয়), ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি তাজবিউল হাসান, সাহ পরান, মো. রোকন উদ্দিন, সাইফুল ইসলাম খান প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।