বগুড়ার নন্দীগ্রামে উপজেলায় অটোরিকশা উল্টে যুথি খাতুন নামের এক নারী নিহত হয়েছেন।
তবে অক্ষত রয়েছে তার তিন দিনের শিশু। এ দুর্ঘটনায় আহত হয়েছেন যুথী খাতুনের মা ও তার ছোট ভাই।
শনিবার বিকেল ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম- কালিগঞ্জ সড়কে দলগাছা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা সদরের হেলথ কেয়ার ক্লিনিকে তিন দিন আগে যুথী খাতুন সন্তান প্রসব করেন। বিকেলে যুথী খাতুন তার মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদের (১৭) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে নন্দীগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যুথি খাতুনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অপর দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসঅই) জানান, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। যুথি খাতুন নামের একজন মারা গেলেও তার তিনদিনের শিশু অক্ষত রয়েছে।