প্রতি শনিবার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের উত্তরপাশে দীর্ঘ লাইন। লাইনের এক প্রান্তে পথচারী, ভ্যান চালক, ইজিবাইক চালক, আবার অন্য প্রান্তে যাত্রী। সকলের মুখে একই আনন্দ, একই প্রত্যাশা।
এই লাইনের নাম ‘আমরা আমাদের জন্য’। দেড় হাজারেরও বেশি তরুণ-তরুণী ও যুবক এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত। প্রতি শনিবার দুপুরে তারা অসহায় মানুষদের বিনামূল্যে খাবার বিতরণ করে। মাটির পাত্রে পরিবেশন করা হয় ভাত, গরুর মাংস, ভর্তা ও ডাল। পানির জন্য স্থাপন করা হয়েছে গভীর নলকূপ।
এই মহৎ উদ্যোগের আয়োজক লিখন চৌধুরী। মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম ইলিয়াস আহম্মেদ চৌধুরীর মেঝ ছেলে তিনি। বছরখানেক আগে, মাদারীপুরের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্য্যনগর বাজারের সড়কের উত্তরপাশে শুরু হয় এই অসাধারণ উদ্যোগ।
প্রতি শনিবার তিনশ’ থেকে সাড়ে তিনশ’ মানুষ এখানে খাবার খেতে আসেন। নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান সকলেই।
সংগঠনের স্বেচ্ছাসেবকরা বলেন, “বিনা পারিশ্রমিকে কাজ করে আমরা তৃপ্তি পাই।”
লিখন চৌধুরী জানান, “মৃত্যুর আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে।”
লিখন চৌধুরীর ছেলে আয়মান ইলিয়াস চৌধুরী বলেন, “বাবার চালু করা এই কার্যক্রম আমিও ধরে রাখতে চাই।”