বরিশালের গৌরনদী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনা জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, গোলাম হাফিজ মৃধা, ফারুক হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক হাওলাদার, আব্দুর রব হাওলাদার সহ অন্যান্যরা।