সাতক্ষীরার কবি ও সাহিত্যিকদের সংগঠন কবিতা কুঞ্জু’র ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮জুন শুক্রবার সন্ধা সাড়ে ৭টায় সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদে কবিতা কুঞ্জু’র উক্ত ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কবিতা কুঞ্জু’র সভাপতি বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শেখ আনসার আলী, সহ সাধারণ সম্পাদক ইফনুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম (রাবেসীন), দপ্তর সম্পাদক মনিন্দ্রনাথ বর, সদস্য আমিনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল হক, সদস্য মুফতিমখছুম রহিম, ইসমন আরা মুনিয়া, শাহ আলম সাহেব আলী প্রমুখ। ত্রি-বার্ষিক সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৪-২৭ জুন ইং তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটিতে কবিতা কুঞ্জু এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক দক্ষিণায়ন প্রতিকার সম্পাদক প্রয়াত মুফতি আব্দুর রহিম কচি এবং সাবেক প্রয়াত সভাপতি কবি সিরাজুল ইসলামের স্মরণে স্মরণ সভা কারার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।