তিনি জানান, গত ২৬শে জুন রাতে শ্রীপুর থানার মাওনা উত্তরপাড়া এলাকায় আল-আমিন পারিবারিক কলহের জেরে তার স্ত্রী ভিকটিম মিম আক্তার(১৮)কে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। নিহত মীম আক্তারের বাবা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুলকান্দি গ্রামের ইউসুফ আলী খান এ ঘটনায় বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পরে জামালপুর জেলার সদর থানার ফৌজদারি মোড় এলাকায় র্যাব অভিযান চালিয়ে আসামি আল-আমিনকে গ্রেপ্তার করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আল-আমিন তার স্ত্রীকে হত্যা করেছে বলে স্বীকার করেছেন।
এদিকে এলাকাবাসী ও পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আল-আমিন স্ত্রীকে নিয়ে শ্রীপুরে একটি কক্ষ ভাড়া নিয়ে স্থানীয় সাদ টেক্সটাইল কারখানায় চাকরি করতেন। গত বুধবার দুপুরে তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে। পরে দরজা বাহির থেকে তালা মেরে চলে যায়। এর কিছুক্ষণ পর সে তার অফিসের সহকর্মী আরিফকে ফোন করে জানায়, তার স্ত্রী মীম আক্তারকে হত্যা করে লাশ ঘরে রেখে তালা দিয়ে চলে আসে। দেয়ালে তার (স্ত্রীর) নানার নাম্বার লেখা আছে। তাদেরকে খবর দেন যেন লাশ নিয়ে যায়।