শেয়ারবাজারে টানা পতনের কারণে বড় বিনিয়োগকারীরা নিজেদেরকে ধীরে ধীরে গুটিয়ে নিয়েছিল। এক পর্যায়ে বাজারে সূচক ও লেনদেনে পতন প্রবণতা ঝেঁকে বসে। সূচক কমতে কমতে তলানিতে এসে ঠেকে। পাশাপাশি লেনদেনের খরাও বড় আকার ধারণ করে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে এখন ভয়াবহ তলানিতে এসে ঠেকেছে। এখান থেকে শেয়ারবাজার সামনে যাওয়ার অনেকস্পেসরয়েছে। কিন্তু পেছনে যাওয়ার তেমন স্পেসনেই।
তাঁরা বলছেন, চলতি বছরের ৬ মাসে বাজারের সূচক কমেছে হাজার পয়েন্টের বেশি। বিনিয়োগকারীদের পুঁজি উধাও হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা। এখন সেই হারানো সূচক ও পুঁজি উদ্ধারের পালা। বিনিয়োগকারীরা কিছুটা ধৈর্য্য ধারণ করলেই বাজার তর তর করে ওপরে উঠে যাবে।
তাঁদের মতে, বাজার এখন বিনিয়োগ অনুকূল। এখন বিনিয়োগ করলে লাভ হওয়ার সম্ভাবনা সমধিক। বিষয়টি মাথায় রেখে বড় বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারে ফিরছেন। যে কারণে বাজারে সূচক ও লেনদেন থেমে থেমে হলেও ইতিবাচক প্রবণতায় অগ্রসর হচ্ছে।