দিনাজপুরের বিরামপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৮ বছরের এক শিশুসহ তিন জন নিহত হয়েছে। নিহতরা হলো জেলার ফুলবাড়ি উপজেলার মহদীপুর গ্রামের শামীম সরকারের ৮ বছরের ছেলে তাহমিদ সরকার। অপরজন হাকিমপুর উপজেলার চারমাথা এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের পলাশ মিনজি।
বিরামপুর থানা পুলিশ জানায়, আজ সকাল ৮টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজ বাজার এলাকায় পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হতে গিয়ে চলন্ত ট্রাকের নিচে পিষ্ট হয়ে তাহমিদ সরকার নামের ৮ বছরের এক শিশু নিহত হয়।
অপরদিকে বেলা ৪টার দিকে জোয়ালকামড়া এলাকায় হিলি-দিনাজপুর সড়কে একটি চলন্ত ট্রাকের সামনের চারা ব্লাস্ট হয়ে বিপরিত দিক থেকে আসা একটি চলন্ত সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক এবং একই পরিবারের ৩জন সহ মোট ৫ জন গুরুতর আহত হয়।
স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে সেখানে মোক্তার হোসেন মারা যায়। অন্যদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে পলাশ মিনজি নামের একজন মারা যায়।
অন্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।