1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বনানী থানা বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হবি  পিলখানা হত্যাকাণ্ড: কাশিমপুর থেকে মুক্ত ১২৬ বিডিআর জওয়ান দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ালো নীলফামারীতে বৃষ্টির মত ঝরছে শিশির রূপগঞ্জে শুভ ফুড নামের অবৈধ শিশুখাদ্য ও ফুলকলি সুইট এন্ড বেকারী কারখানায় প্রশাসনের অভিযান; অবৈধ পন্য ধ্বংস ও আর্থিক জরিমানা পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস : তদন্ত কমিটি গঠন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ বিক্ষোভ মিছিল কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান আত্মগোপনে থাকা মানিকগঞ্জের যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার পিলখানা ট্রাজেডির ঘটনায় বিষ্ফোরক আইনে করা মামলায় জামিন ১৭৮ জন

সাতক্ষীরায় খেলা চলাকালীন অসুস্থ হয়ে নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু

বিশেষ সংবাদদাতা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৯৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতানো সাবেক নাইজেরিয়ান ফুটবলার মাগালান উগোচুকউ (৩৪) মারা গেছেন।

মঙ্গলবার সাতক্ষীরা সদরের ভাদড়া ফুটবল মাঠে আটদলীয় রোহান ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন। পরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাবের সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মাস্টার রুহুল কুদ্দুস  বলেন, ‘আটদলীয় টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ ম্যাচে বাউখোলা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব। ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন মাগালান। দ্বিতীয়ার্ধ শুরুর কিছু সময় আগে হঠাৎ মাঠে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সাতক্ষীরা সিবি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই দিন রাত ৩টার দিকে সেখানে মারা যান মাগালান।’

রুহুল কুদ্দুস আরও বলেন, ‘মাঠে অসুস্থ হওয়ার বিষয়টি ঢাকায় অন্য নাইজেরিয়ান ফুটবলারদের জানানো হয়েছিল। খবর পেয়ে বেশ কয়েকজন খেলোয়াড় ঢাকা থেকে খুলনা হাসপাতালে গেছেন। সাতক্ষীরায় ওই ম্যাচ খেলার জন্য তার সঙ্গে ১২ হাজার টাকার চুক্তি হয়েছিল আমাদের।’

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা জেলা টিমের সাবেক ফুটবলার আতাউর রহমান আতা বলেন, ‘প্রচণ্ড গরমে মাঠে অসুস্থ হয়ে পড়ে মাগালান। তখন তার ভাষা বুঝতে না পারায় কিছু সমস্যা তৈরি হয়েছিল। নিজের সমস্যার কথা জানালেও তার কথা কেউ বুঝতে পারেনি। পরে আমি গিয়ে তার সঙ্গে কথা বলেছি। আমাকে বলেছিল, তাকে কিছু খেতে দিতে। কারণ সে প্রতিটি খেলায় না খেয়েই মাঠে নামে। গতকালও না খেয়ে খেলতে নেমেছিল। খেতে দেওয়ার পর আরও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালে সিটি স্ক্যানের রিপোর্ট খারাপ আসলে চিকিৎসকরা খুলনা মেডিক্যালে নিয়ে যেতে বলেন। খুলনায় নেওয়ার পর চিকিৎসকরা দ্রুত হার্টে রিং বসানোর পরমর্শ দেন। বিদেশি ফুটবলার হওয়ায় পাসপোর্ট জমা দিতে বলেন চিকিৎসকরা। সেটি দেওয়া সম্ভব হয়নি। রাত ৩টার দিকে মারা যায়। তাকে বাঁচাতে আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত পারলাম না।’

প্রসঙ্গত, ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পথচলা শুরু হয় মাগালানের। মুক্তিযোদ্ধা সংসদের হয়ে অভিষেক। পরের বছর যোগ দেন চট্টগ্রাম আবাহনীতে। এক বছর সেখানে কাটান নাইজেরিয়ান এই তারকা। ২০১৯ সালে চট্টগ্রাম আবাহনী ছাড়ার পর দুবছর প্রিমিয়ার লিগে খেলা হয়নি মাগালানের। ২০২১ সালে ব্রাদার্স ইউনিয়নে নাম লেখান। ব্রাদার্সের হয়ে খেলেন ২০২২ মৌসুমও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিন ক্লাব মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছেন। ১১টি গোল ও একটি অ্যাসিস্ট আছে। যার মধ্যে মুক্তিযোদ্ধার হয়ে ১০ ম্যাচে ৬ গোল, চট্টগ্রাম আবাহনীর হয়ে ১২ ম্যাচে ৩ গোল ও একটি অ্যাসিস্ট এবং ব্রাদার্সের হয়ে ১২ ম্যাচে ২ গোল করেছেন মাগালান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।