ময়মনসিংহে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডাক্তার অপর্ণা বসাক (৩০) নামে এক নারী চিকিৎসক শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। ওই চিকিৎসক প্রেমের কারণে আত্মহত্যা করেছেন বলে স্ট্যাটাস থেকে পুলিশের ধারণা। পরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ডা. অপর্ণা বসাক ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি বগুড়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে নিচ তলায় মা জোৎস্না বসাকের সঙ্গে গত দুই মাস ধরে বসবাস করতেন। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্রয়াত রতন বসাকের মেয়ে।
মঙ্গলবার (২৫ জুন) ভোরের দিকে অপর্ণা নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘ভালো থাকো। আমি আর পারছি না। হয় তো সবার মতে হেরে গেলাম। মুক্তি দিয়ে গেলাম।’ স্ট্যাটাসটি একজন ব্যক্তিকে মেনশন করে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে সে নামটি প্রকাশ না করতে অনুরোধ করছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
তিনি আরও বলেন, রাত ৪টা থেকে ৫টার মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেন নারী চিকিৎসক। প্রাথমিক তদন্তে প্রেমের কারণে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার করেছেন বোঝা যাচ্ছে। তবে পরিবার প্রেমের বিষয় নিয়ে কিছু বলছে না। বিষয়টি নিয়ে আইনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সোমবার রাত ১০টার পর খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন অপর্ণা। সকালে মেয়েকে ডাকাডাকি করলে সারা না পেয়ে স্থানীয় লোকজন দরজা ভেঙে আগুন নিভিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়।