চৌগাছার পুড়াপাড়া বাজারের একটি ইলেকট্রনিকের দোকানে মঙ্গলবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে দোকানের সব কিছুই ছাই হয়ে গেছে, যার ক্ষতির পরিমান প্রায় ১৩ লাখ টাকা বলে জানা গেছে। শত্রুতা বশত এই অগ্নিকান্ড বলে মনে করছেন ক্ষতিগ্রস্থ্ ব্যবসায়ী সেলিম রেজা।
ভুক্তভোগী ব্যবসায়ী সেলিম রেজা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে তিনি দোকান বন্ধ করেন। বন্ধ করার সময় দোকানের বিদ্যুত লাইনের মেইন সুইচ বন্ধ করার পাশাপাশি সব কিছু সুন্দর দেখে দোকান বন্ধ করা হয়। রাত আনুমানিক ৩ টার দিকে বাজারের বাসিন্দা শাহাজান আলী মোবাইল ফোনে জানান, দোকানে আগুন লেগেছে। আমিসহ পরিবারের লোকজন দ্রুত দোকানে ছুটে আসি এবং স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করি। ততক্ষনে দোকানে থাকা একাধিক টেলিভিশন, রাইচ কুকার, প্রেসার কুকার, আইপিএস, ফ্রিজ, ফ্যানসহ সব ধরনের ইলেকট্রনিক পন্য পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া মালামালের আনুমানিক মুল্য প্রায় ১৩ লাখ টাকা বলে ব্যবসায়ী জানান। দোকানের অবস্থান মহেশপুর উপজেলাতে হওয়ায় তিনি বুধবার দুপুরে সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ করেছেন।
পুড়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রজিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি শত্রুতা বশত দোকানে আগুন দেয়া হয়েছে। যারাই এই কাজে জড়িত তাদের দৃষ্টান্ত মুরক শাস্তি হওয়া জরুরী।