মোঃ সাইদুর রহমান শরীফ, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার গাউছিয়া প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারি নামে এক মিষ্টির দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা মিষ্টির সাথে পাওয়া গেছে মরা মাছি। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখার অপরাধে ঐ প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৫ জুন) অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম।
এসময় সেবার চার্ট, কর্মচারীদের ইউনিফর্ম, অভিযোগ বাক্স না থাকায় হোটেল ফোরস্টার নামের আবাসিক হোটেলকে ৫ হাজার টাকা এবং নিবন্ধন লাইসেন্স না থাকার অপরাধে এরাবিয়ান দরবার নামে আরেকটি রেস্তোরাঁকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার অভিযোগে গাউছিয়া সুইটস অ্যান্ড বেকারি নামে ঐ প্রতিষ্টানকে জরিমান করা হয়। এছাড়া সেবার চার্ট, কর্মচারীদের ইউনিফর্ম, অভিযোগ বাক্স না থাকা এবং নিবন্ধন লাইসেন্স না থাকার অভিযোগে আরও দুই প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। সামনে আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।