যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, সোনার বাংলা সফল করার লক্ষ্যে শেখ হাসিনার দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে কোন আপোষ হবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির জাতি স্বাধীন হয়েছে।
শেখ হাসিনা নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির সুবাতাস পেয়েছে। সন্ত্রাসী দুর্নীতিবাজ কেসিনো ব্যবসায়ীদের আওয়ামী লীগের কোন স্থান নেই। আওয়ামী লীগ সাধারণ জনগণের দল। জনগণ আওয়ামী লীগের মূল শক্তি, আস্থার ঠিকানা।
শেখ হাসিনা নেতৃত্বে দেশ পরিচালিত হলে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ স্মার্ট দেশ। সোমবার (২৪ জুন) যশোর জেলা পরিষদ মিলনাতনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা শ্রমিকলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শ্রমিক লীগের সভাপতি জাবেদ আলীর সভাপতিত্বে ও শ্রম সম্পাদক সেলিম রেজা পান্নুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল, পাবলিক প্রসিকিউটর ইদ্রিস আলী, জেলা মহিলা লীগের সভাপতি লাইজুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের সদস্য শেখ জাহিদুর রহমান লাবু, এস এম রবি সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাঁশিনুর নাহার ঝুমুর, পৌর কাউন্সিলর মোকসিমুল বারী অপু, আসাদুজ্জামান বাবুল, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহীদ, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান প্রমুখ।